মোঃবিলাল উদ্দিন কুয়েত থেকেঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর,রহমানের,৪৭তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুয়েত শাখার উদ্যোগে, গতকাল বৃহস্পতিবার ১৮ আগস্ট বৃহস্পতিবার রাতে কুয়েত সিটির রাজধানী হোটেলে,এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতির জনকের প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পণ ও নিহতের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব কুরেন কুয়েত আওয়ামী যুবলীগের সংগ্রামী আহবায়ক মোঃ ইমাম উদ্দিন বাদল সঞ্চালনায় ছিলেন কুয়েত আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ তৌহিদুল আলম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সেকান্দর আলী বক্তব্য রাখেন কুয়েত আওয়ামী লীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ নেতৃবৃন্দ। জাতির জনকের রুহের মাগফেরাত ও দেশ জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করেন মাওলানা কাওসার আহম্মেদ সেলিম।