পীরগঞ্জে ৭ বছর বয়সী শিশুকে ধর্ষনের চেষ্টা করার অভিযোগে গ্রেপ্তার -১

নূর মোহাম্মদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে আচার খাওয়ানোর লোভ দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে ৭ বছর বয়সী শিশুকে ধর্ষনের চেষ্টা করার অভিযোগ উঠেছে আব্দুর রহমান নামে ৫০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ ঐ ব্যক্তিকে গ্রেফতার করে শনিবার জেল হাজতে প্রেরন করেছেন ।

মামলা সুত্রে জানা যায়, উপজেলার দস্তমপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আব্দুর রহমান শুক্রবার দুপুরে প্রতিবেশী ৭ বছর বয়সী এক কন্যা শিশুকে আচার খাওয়ানোর লোভ দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নেয়।

এরপর ঐ শিশুকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা করে তিন সন্তানের পিতা গৃহকর্তা আব্দুর রহমান। পরবর্তীতে এই ঘটনার কথা শিশুটি তার পিতা-মাতাকে জানায়।

বিষয়টি জানা জানি হলে এলাকার লোকজন আব্দুর রহমানকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। রাতেই পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় শিশুটির পিতা বাদি হয়ে আব্দুর রহমানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী জানান, শিশুটিকে ধর্ষনের চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে এবং আসামিকে জেল হাজতে প্রেরন করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *