ময়মনসিংহে ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়:

খায়রুল বাশার, ময়মনসিংহ প্রতিনিধি:

ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে অদ্য ময়মনসিংহ নগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ সময় কোতোয়ালী থানাধীন ত্রিশাল বাসস্ট্যান্ডের মোড়, নওমহল মোড় ও নতুন বাজার এলাকায় ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে ৪(চার)টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে স্থানীয় সরকার(সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর ৯২(৭) ধারায় বিভিন্ন পরিমাণ অর্থদন্ড প্রদান করা হয় এবং কতিপয় প্রতিষ্ঠানকে মৌখিকভাবে সতর্ক করা হয়।

জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *