সুনামগঞ্জ প্রতিনিধিঃ
এবার সত্য ও নিরপেক্ষ সংবাদকর্মী হিসেবে মাঠে নামলেন এম. মাহফুজুর রহমান সজিব। তিনি শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের হাসারচর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। অনেক আগে থেকেই একজন সৎ ও নিরপেক্ষ সাংবাদিক হওয়ার সপ্ন ছিলো উনার। বিভিন্ন সমসাময়িক কারণে হতে পারেন নি। কিন্তু আজ তা খুব বাস্তবের পথে এবং বাস্তব প্রায়। সুনামগঞ্জের একজন পরিচিত মুখ এম. মাহফুজুর রহমান সজিব। কে বা না চেনে। আজ উনি সত্যিকারের একজন সাহসী সাংবাদিক। বিভিন্ন তথ্য অনুসন্ধানে ঘুরে বেড়ান প্রতিনিয়ত।তিনি বর্তমানে বাংলাদেশের জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার এর উপজেলা প্রতিনিধি, বৃহত্তর দেশ চ্যানেলের জেলা প্রতিনিধি,দৈনিক লিখনী সংবাদ এর উপজেলা প্রতিনিধি ও দৈনিক সকলের বার্তার উপজেলা রিপোর্টার হিসেবে আছেন। তিনি মনে করেন, সাংবাদিকতা কোনো পেশা নয়। এটা অসত্যের মুখোশউন্মোচনে এক সামাজিক কাজ। উনার কার্যক্রম এখনো অবিরত।