বিশেষ প্রতিনিধি এম,মাসুদ রানা ঢাকা।
নিখোঁজ সংবাদ।
মোহাম্মদ আইবালি সরদার( ৪০ )
জাতীয় পরিচয় পত্র নং 7303282631
মোবাইল নং 01701792610
পিতা মরহুম আহমদ আলী সরদার
মাথা মোছাম্মৎ কুলসুম বেগম।
উক্ত ব্যক্তি স্ত্রী সন্তানসহ ভাওয়ালী পাড়া ফুলবাড়িয়া হেমায়েতপুর সাভার ঢাকা ভাড়া বাসায় থাকেন।
একটু ব্যক্তির পেশায় একজন দিনমজুর।
গত ২৭ জুলাই অন্যান্য দিনের মতো ভোর পাঁচটায় বাসা হতে মাঠে কাজ করার উদ্দেশ্যে বের হয়ে পড়েন। দিনশেষে যেমন বাসায় ফেরার কথা অদ্যবধি বাসায় ফিরেনি।
তার সন্তান ও স্ত্রী তার খোঁজে পাগলের মত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে।
যদি কোন ভাই তার সন্ধান পান সন্ধান প্রার্থী তার স্ত্রী মোসাম্মদ রুশনি আক্তারের সাথে নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।
সন্ধান প্রার্থী:
তার স্ত্রী মোসাম্মদ রুসনি আক্তার
মোবাইল নং 01699940249
জাতীয় পরিচয় পত্র নং 2350535478
পিতা মোহাম্মদ ইউসুফ আলী সরদার
মাতা মোসাম্মাদ জোসনা বেগম।
কোন সহৃদয়বান ব্যক্তি হারানো ব্যক্তির সন্ধান পেলে উপরোক্ত নাম্বারে ফোন দেওয়ার জন্য অনুরোধ রইল।
ভাড়া বাসা ভাওয়ালী পাড়া ফুলবাড়িয়া সাভার ঢাকা।