নিজস্ব প্রতিবেদক :
আজ রক্তাক্ত বিভীষিকাময় ২১ আগস্ট। বাংলাদেশের ইতিহাসে ২১ আগস্ট একটি নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল দিন। একটি নারকীয় সন্ত্রাসী হামলার ১৮তম বার্ষিকী। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের এই দিনে রাজধানী ঢাকার বুকে শান্তিপূর্ণ রাজনৈতিক সমাবেশে চালানো হয় নজিরবিহীন হত্যাযজ্ঞ। গ্রেনেড হামলার মাধ্যমে হিংসার দানবীয় সন্ত্রাস আক্রান্ত করে মানবতাকে। আক্রান্ত হন বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা। হামলার ধরন ও লক্ষ্যস্থল থেকে এটা স্পষ্ট যে, শেখ হাসিনাকে হত্যা করাই ছিল ওই গ্রেনেড হামলা ও গুলিবর্ষণের উদ্দেশ্য। কুষ্টিয়ার কৃতি সন্তান শেখ হাসিনার দেহরক্ষী মাহবুব তাকে জড়িয়ে ধরে মেডাম কে রক্ষা করে নিজের জীবন বিলিয়ে দেন।
ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ রবিবার সকাল ৮ টায় দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন, পুস্প অর্পণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট সমাজসেবক জননেতা আলহাজ্ব রফিকুল আলম চুনু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক কাউন্সিলর মাহবুব আলম, প্রচার- প্রকাশনা সম্পাদক মমতাজ হোসেন পলি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু, ধরমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক, চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সভাপতি বুলবুল কবির, সাধারন সম্পাদক আব্দুল হামিদ, মোকারিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ, বাহিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, কৃষক লীগের নেতা মাহাবুব আলম খান, জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক মানিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক আব্দুল আজিজ, এ্যাড. মারুফ বিল্লাহ, সেচ্ছাসেবক লীগের আহবায়ক কাউন্সিলর সোলাইমান মাষ্টার, যুগ্ম আহবায়ক মনিরুল হাসান শিশির প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ ফয়জুল আজিজ।