জেলা প্রতিনিধি – জামালপুর।
জামালপুরের মেলান্দহে মিতু(১৮) নামে এক নববধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২২ শে আগষ্ট বিকাল ৩টায় মাহমুদপুর ইউনিয়নের আগ পয়লা ঠেংগেপাড়া বাবার বাড়ী থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নববধূ মেলান্দহ উপজেলার হরিপুর এলাকার কাউসারের স্ত্রী । স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, সোমবার দুপুর দিকে ঘরের ধরনার সাথে ওড়না লাগিয়ে ফাস দেয় মিতু। নিহত মিতুর মাত্র ১ মাস আগে বিয়ে হয় কাউসারের সাথে। মৃত্যুর কারন এখনো পর্যন্ত সুনির্দিষ্ট ভাবে জানা যায় নি, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন জানান,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুরে প্রেরন করা হয়েছে।