সাব্বির আকাশ,মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতাঃ
দীর্ঘ আন্দোলন কর্মবিরতি ও মহাসড়ক অবরোধের মত কঠোর কর্মসূচি পালনের পর অবশেষে কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছে মাধবপুরের ৫ টি চা- বাগানের শ্রমিকরা।
প্রধান মন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় মৌলভীবাজার জেলা প্রশাসকের সাথে শ্রমিক নেতৃবৃন্দের বৈঠক শেষে আন্দোলন স্থগিত করে ১২০ টাকা মজুরিতেই কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছে তারা। রবিবার রাত নয়টায় মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, বিভাগীয় শ্রম অধিদপ্তরের উপ- পরিচালক মোহাম্মদ নাহিদুল ইসলাম সহ প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রতি বিশ্বাস ও আস্থা রেখে তার সম্মানে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন তাদের ধর্মঘট প্রত্যাহার করে সোমবার থেকে কাজে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করে। এ সিন্ধান্তের প্রেক্ষিতে মাধবপুর উপজেলার ৫ টি চা-বাগানের পঞ্চায়েত নেতৃবৃন্দ রবিবার রাতে এক বৈঠকে বসে মঙ্গলবার থেকে কাজে যোগদানের সিন্ধান্ত গ্রহণ করে। উপজেলার তেলিয়াপাড়া চা- বাগানের পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক লালন পাহান জানান, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উপর বিশ্বাস ও আস্থা রেখে কাজে যোগদান করব। যেহেতু ১৪৫ টাকা মজুরি আমরা প্রত্যাখ্যান করেছি তাই ১২০ টাকা মজুরিতেই আমরা কাজ করব। পরবর্তীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আমাদের দাবি-দাওয়া তুলে ধরব। ওনি আমাদেরকে যেই সিন্ধান্ত দেন আমরা তাই মেনে নিব।