নবীগঞ্জ প্রতিনিধি তুহিন আলম রেজুয়ান :
হবিগঞ্জ চৌধুরী বাজার খোয়াই ব্রিজ থেকে মো.তানবির মিয়া (১৫) নামে এক কিশোর নিখোঁজের অভিযোগ পাওয়া গেছে।
শনিরবার সকালে হবিগঞ্জ চৌধুরীবাজার খোয়াই ব্রিজ
এলাকা থেকে সে নিখোঁজ হয়।নিঁখোজের সময় মো; তানবিরের পরনে ছিল কালো রঙের টি-শার্ট ও ফুলপ্যান্ট । এ ঘটনায় হবিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিঁখোজ তানবিরের পিতা: মো; আক্কাস মিয়া। নিখোঁজ কিশোরের বাবা জানান,বানিয়াচং খাগাউড়া বাজার থেকে ১০টি মুরগি বিক্রি করার জন্য সকাল ৮টার দিকে হবিগঞ্জ চৌধুরী বাজার খোয়াই ব্রিজ সংলগ্ন মুরগি ব্যবসায়ী সজল মিয়া কাছে ২২শ টাকায় ১০টি মুরগি বিক্রি করে তানবির । কিন্ত তারপর থেকে তানবির আর বাড়ি পিরে আসেনি। বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে। দু’ছেলে ও একমেয়র মধ্য তানবির সবার বড় ।তানবিরের বাবা পেশায় একজন মুরগি ব্যবসায়ী ।নিঁখোজ মো; তানবিরে গায়ের রং শ্যামবর্ণ,উচ্চতা অনুমান ৪ ফুট সাড়ে ৩ ইঞ্চি।পরনে ছিল কালো রঙের টি-শার্ট ও ফুলপ্যান্ট।যদি কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান জেনে থাকলে হবিগঞ্জ সদর মেডেল থানা (01713-374398) বানিয়াচং থানা(01713-374404) অথবা নিঁখোজ মো; তানবির মিয়া’র (১৫) পিতা: মো; আক্কাস মিয়া বানিয়াচং উপজেলা,ইউনিয়ন ৮নং খাগাউড়া গ্রাম;রাজপাড়া,মোবাইল; (01757-931990) যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।
নাম,,তুহিন আলম রেজুয়ান
নবীগঞ্জ প্রতিনিধি
মোবাইল নম্বর,, ০১৬৪৬৪৬৮০৬২