পত্নীতলার পালশা জামে মসজিদের নতুন ভবনের উদ্বোধন

মোকছেদুল ইসলাম পত্নীতলা( নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলার নজিপুর পৌরসভার ৪নং ওয়ার্ড পালশা জামে মসজিদের নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সরকারি ও স্থানীয়দের অর্থায়নে নব নির্মিত এই মসজিদের নতুন ভবনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন সরকার ( অতিরিক্ত জেলা প্রশাসক পদোন্নতি প্রাপ্ত)

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মসজিদ কমিটির সভাপতি আবু মুসা,মসজিদের ইমাম মওলানা শাহাজান আলী সহ স্থানীয় মুসল্লীবৃন্দ প্রমূখ। উদ্বোধন শেষে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

জানা গেছে নব্বই দশকে স্থানীয় রিয়াজ উদ্দীন নামের এক ধর্মপ্রাণ ব্যক্তি এই মসজিদের জন্য ৪ শতক জমি দান করেন এবং গ্রামবাসীর সহযোগিতায় প্রথমে টিন ছন বাঁশের বেড়া দিয়ে মসজিদটি স্থাপন করেন। পরবর্তীতে এলাকাবাসীর সহযোগিতায় এগুতে থাকে মসজিদ উন্নয়নের কাজ। রিয়াজ উদ্দীন মারা যাওয়ার পর তার ছেলে মসজিদের জমি নিয়ে বিরোধ লাগে যা এখনো আদালতে মামলা চলমান। নানা সমস্যায় মসজিদ উন্নয়নের কাজ খুব একটা এগুতে পারেনি। গত দুবছর আগে গ্রামবাসিরা সবাই মিলে মসজিদ কমিটিতে স্থানীয় যুবক নজিপুরের মোবাইল ব্যবসায়ী আবু মুসা কে সভাপতির দায়িত্ব দেন। এরপর থেকে আবু মুসা গ্রামবাসীদের সাথে নিয়ে সরকারি দপ্তর ও স্থানীয়দের কাছে মসজিদ উন্নয়নের জন্য আর্থিক সহযোগিতা সংগ্রহ করে এই মসজিদটির দৃষ্টিনন্দন আধুনিক ভবন নির্মিত হয়।

মসজিদ কমিটির সভাপতি আবু মুসা বলেন গ্রামবাসিরা আমাকে যে দায়ভার দিয়েছে সে দায়িত্ব যেন সঠিক ভাবে পালন করতে পারি সকলের সহযোগিতায় আজ আমাদের গ্রামে একটা সুন্দর মসজিদ নির্মান হয়েছে। সকলকে আহ্বান জানাই সবাই পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করবো। সকলের পরামর্শ ও সহযোগিতায় এই মসজিদের আরও উন্নয়ন হবে ইনশাআল্লাহ।

এ সময় প্রধান অতিথি ইউএনও লিটন সরকার বলেন এই মসজিদটি এত তাড়াতাড়ি নির্মাণ হবে ভাবতেই পারি নি, এই কমিটির চেষ্টায় আজ এই গ্রামে সুন্দর একটা মসজিদ হলো এই উপজেলা থেকে বিদায় কালে একটা মসজিদ আল্লাহর ঘর উদ্ধোধনের স্বাক্ষি হতে পেরে খুব ভাল লাগছে।

মোকছেদুল ইসলাম
পত্নীতলা নওগাঁ প্রতিনিধি
০১৭১৩৭৬০০৫০
২৩.৮.২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *