বীর মুক্তিযোদ্ধা শওকত আলী সরকার বীরবিক্রম আর নেই।

ইয়াছিন আলী ইমন
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে বীর মুক্তিযোদ্ধা শওকত আলী সরকার বীরবিক্রমকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ১১টায় চিলমারী সরকারী ডিগ্রী কলেজ মাঠে তার মরদেহ নিয়ে আসা হয়। এ সময় হাজার হাজার মানুষ তাকে শেষবারের মতো দেখতে জানাজায় অংশগ্রহণ করেন।জানাজার শুরুতে রাষ্ট্রীয়ভাবে এই বীরমুক্তিযোদ্ধাকে বীরত্বসূচক সম্মান প্রদর্শন করা হয়। পরে উপস্থিত বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তার কফিনে শেষ শ্রদ্ধার্হ অর্পণ করেন। শেষে তার রুহের মাগফিরাত কামনায় বক্তব্য রাখেন- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি, কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, চিলমারী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিম লিচু প্রমুখ।
অনুষ্ঠানে সংসদ সদস্য, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে জানাজা অনুষ্ঠান শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।উল্লেখ্য, গত সোমবার (২১ আগস্ট) ভোর সাড়ে ৫টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের শোক প্রকাশ করেছেন। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।মহান মুক্তিযুদ্ধে ত্যাগ ও সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার ১৯৭২ সালে গেজেটের মাধ্যমে তাকে বীরবিক্রম উপাধিতে ভূষিত করে। তিনি টানা পাঁচবার চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *