রাজশাহীতে আইভি রহমানের ১৮ তম মৃত্যু বার্ষিকী পালন

মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ,রাজশাহী

আজ বুধবার( ২৪ আগস্ট) বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের রাজশাহী মহানগর এর আয়োজনে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান এর সহধর্মীনি বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইভি রহমানের ১৮ তম মৃত্যু বার্ষীকি স্মরণে কুমারপাড়াস্হ দলীয় কার্যলয়ে সকাল ১০ টায় সকাল ১০টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে আইভি রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের

ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রেজাউল ইসলাম বাবুল, ডাঃ তবিবুর রহমান শেখ, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আসাদুজ্জামান আজাদ, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, মীর ইসতিয়াক আহমেদ লিমন, প্রচার সম্পাদক

দিলীপ কুমার ঘোষ, মহিলা বিষয়ক সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি,
বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, তথ্য ও গবেষণা বিষয়ক
সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মকিদুজ্জামান জুরাত, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ ফ ম আ জাহিদ, সদস্য আশরাফ উদ্দিন খান, মজিবুর রহমান, আলিমুল হাসান সজল,
ইসমাইল হোসেন, মোখলেশুর রহমান কচি, জয়নাল আবেদীন চাঁদ, মতিহার থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন, নগর যুবলীগ সভাপতি রমজান আলী, নগর কৃষক লীগ সভাপতি রহমতউল্লাহ সেলিম, নগর মহিলা আওয়ামী লীগ সভাপতি সালাম রেজা, সাধারণ সম্পাদক কানিজ
ফাতেমা মিতু, নগর যুব মহিলা লীগ সভাপতি এ্যাড. ইসমত আরা।

বক্তারা ২০০৪ সালের ২১ আগষ্টে বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা ও আইভি রহমান সহ আওয়ামী লীগের ২৪ নেতাকর্মীকে নৃশংস হত্যার নিন্দা জানান এবং এই নারকীয় হত্যাকান্ডের মাস্টারমাইন্ড সহ জড়িতদের বিচারের রায় দ্রুত কার্যকরের দাবি জানান। আলোচনা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *