সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর ঘিলাতলী এলাকায় স্বামীর সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে এক নববধূ আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঘিলাতলী গ্রামে এই ঘটনা ঘটে।
১৮ বছর বয়সী ওই নববধূর নাম তাকমিনা আক্তার। তিনি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঘিলাতলী গ্রামের আবু তাহেরের মেয়ে ও বোগলাবাজার ইউনিয়নের সোনাছড়া গ্রামের প্রবাসী শামীমের স্ত্রী।পারিবারিক সুত্রে জানা যায় , ৬মাস আগে মোবাইলে তাকমিনার বিয়ে হয়েছিল উপজেলার বোগলাবাজার ইউনিয়নের সোনাছড়া গ্রামের বিল্লাল মিয়ার ছেলে প্রবাসী শামীমের সাথে। মঙ্গলবার দুপুরে প্রবাসী স্বামী শামীমের সাথে মুঠোফোনে কথা বলার এক পর্যায়ে স্ত্রী তাকমিনার মন খারাপ হয়। তারপর তিনি সবার অজান্তে ঘরের সকল দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। পরে প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে লাশটি থানায় নিয়ে আসা হয়। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বলেন, ‘খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি।