সুনামগঞ্জের দোয়ারাবাজারে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

হাফিজ সেলিম আহমদঃ
স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের দোয়ারাবাজারে আশ্রয়ণ প্রকল্পের (৩য় পর্যায়) ঘর নির্মাণ কাজ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে উপকারভোগীরা।
বৃহস্পতিবার সকালে সদর ইউনিয়নের পরমেশ্বরীপুর ও টেবলাই গ্রামের উপকারভোগী ২৬ পরিবার মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, ঘর নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকে এলাকার কিছু লোক ফেসবুকে নানাভাবে মিথ্যাচার করে আসছে। আমরা নিজেরা নির্মাণ কাজের তদারকি করে আসছি। ঘর পাওয়ার বিনিময়ে কোনো টাকা পয়সা আমাদের পক্ষ থেকে দেওয়া হয়নি।
পরমেশ্বরীপুর গ্রামের উপকারভোগী রিয়াজ উদ্দিন বলেন, কাজ সঠিকভাবেই হচ্ছে। নিজেরাই মিস্ত্রী দিয়ে কাজ করাচ্ছি। কোন টাকা পয়সা দেওয়া হয়নি।একই গ্রামের আনোয়ারা বেগম, জুবেদা খাতুন, সালমা বেগম, তোফাজ্জল হোসেন বলেন, ঘর করতে আমরা একটা টাকাও কাউকে দেইনি। কিছু সংখ্যক লোক অপপ্রচার করে বেড়াচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।টেবলাই গ্রামের উপকারভোগী বকুল মিয়া, সাবিনা আক্তার, আনুমিয়া, তোষামিয়া, ফাতেমা বেগম বলেন, আমাদের ঘর যাতে না হয় এ জন্য অনেকে বিরোধিতা করছে। আমরা কাউকে টাকা পয়সা দেইনি।সদর ইউপি’র ৭ নম্বর ওয়ার্ড সদস্য জামাল উদ্দিন বলেন, ঘরের কাজ ড্রয়িং অনুযায়ী প্রশাসনের তত্বাবধানে করা হচ্ছে। তবে রাজনৈতিক প্রতিপক্ষ এবং আমার বিরোধী লোকেরা অপপ্রচার করে বেড়াচ্ছে।
ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবদুর রাজ্জাক ভুট্টা বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজ প্রশাসনের তদারকিতেই হচ্ছে। পূর্ব শত্রুতার জেরে কিছু লোক অহেতুক অপপ্রচার চালাচ্ছে। আমাদের নিয়ে ফেসবুকে অপপ্রচার চালিয়ে হেয় প্রতিপন্ন করছে, আমি এর বিচার চাই।দোয়ারাবাজার সদর ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর স্থানীয় প্রশাসনের তত্বাবধানে সঠিকভাবে করা হচ্ছে। আমরাও তদারকি করছি। অহেতুক কিছু লোক নানা অপপ্রচার চালাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজে কোন অনিয়ম হতে দেওয়া হবে না। আমরা সব সময় নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *