অটোরিকশার ধাক্কায় ওসি নিহতের ১১ বছর পর চালকের তিন বছরের কারাদণ্ড।

সালেহ আক্তার সোহান, ভেড়ামারা উপজেলা

অটোরিকশার ধাক্কায় মানিকগঞ্জ সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের মিয়ার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার রায়ে চালক আকতার হোসেনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

দীর্ঘ প্রায় ১১ বছর পর এ মামলার রায় ঘোষণা হলো। মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য্য আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।২০১১ সালের ৩০ আগস্ট থানার পাশে অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন সদর থানার তৎকালীন ওসি আবু তাহের। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরেই অটোরিকশা চালক আকতার হোসেনকে আসামি করে থানায় মামলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *