নবীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত সাইকেলসহ চালক আটক

মোঃ তুহিন আলম রেজুয়ান নবীগঞ্জ প্রতিনিধিঃ

নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের মিলনগঞ্জ বাজারে শুক্রবার (২৬ আগষ্ট) বিকেলে মোটর সাইকেলের ধাক্কায় খোর্শেদ মিয়া (৮৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। মোটরসাইকেলসহ চালক বানিয়াচং উপজেলার নোয়াগাও গ্রামের মোঃ কদ্দুস মিয়ার পুত্র জাকারিয়া (৩০) আটক করে নবীগঞ্জ থানায় নিয়ে আসা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের রামপুর গ্রামের মৃত ফটিক উল্লাহর পুত্র খোর্শেদ মিয়া বাজার সদাই নিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পাড় হওয়ার সময় নবীগঞ্জ থেকে হবিগঞ্জমুখী একটি মোটর সাইকেল পিছন থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় লোকজন সাথে সাথে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই নাঈম আহমেদ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে এবং সাইকেলসহ চালককে আটক করে থানায় নিয়ে আসে। নিহতের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমে।

নাম,,তুহিন আলম রেজুয়ান

নবীগঞ্জ প্রতিনিধি

তারিখ : ২৬-০৮-২০২২ইং

মোবাইল : ০১৬৪৬৪৬৮০৬২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *