বিদ্যুতায়িত শখ খেয়ে একজনের মৃত্যু।

ইয়াছিন আলী ইমন
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামে নাগেশ্বরী উপজেলা কালীগঞ্জ ইউনিয়ন এ বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু হয়েছে।জানা যায়, বৃহস্পতিবার (২৫ আগষ্ট ) রাত সাড়ে ৯টার দিকে। গ্রামের মফিজুল ইসলাম ছেলে জুয়েল রানা (২৪) রোয়ায় সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।প্রায় একবছর আগে ওই সেচ এ তার বাবাও বিদ্যুতায়িত হয়ে তিনি মারা যান।নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ জানান,একইভাবে দুই জনের মৃত্যুর ঘটনাটি মর্মান্তিক। তিনি সবাইকে সচেতন হওয়ার আহব্বান জানিয়েছেন।এ
এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, বিষয়টি মর্মান্তিক। দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে মাঠ পর্যায়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে পরামর্শ দেওয়া হবে। এছাড়াও কৃষকদের বিদ্যুৎ ব্যবহারে আরও সতর্ক হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *