ইয়াছিন আলী ইমন
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামে নাগেশ্বরী উপজেলা কালীগঞ্জ ইউনিয়ন এ বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু হয়েছে।জানা যায়, বৃহস্পতিবার (২৫ আগষ্ট ) রাত সাড়ে ৯টার দিকে। গ্রামের মফিজুল ইসলাম ছেলে জুয়েল রানা (২৪) রোয়ায় সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।প্রায় একবছর আগে ওই সেচ এ তার বাবাও বিদ্যুতায়িত হয়ে তিনি মারা যান।নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ জানান,একইভাবে দুই জনের মৃত্যুর ঘটনাটি মর্মান্তিক। তিনি সবাইকে সচেতন হওয়ার আহব্বান জানিয়েছেন।এ
এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, বিষয়টি মর্মান্তিক। দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে মাঠ পর্যায়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে পরামর্শ দেওয়া হবে। এছাড়াও কৃষকদের বিদ্যুৎ ব্যবহারে আরও সতর্ক হতে হবে।