সরকার মোখলেছুর রহমান
ভেনিস ইটালি
প্রবাসে সাংবাদিকদের একটি গঠনতান্ত্রিক ও সংবাদ কর্মীদের নিয়ে ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব গঠন করা লক্ষ্যে। তারই ধারাবাহিকতায় প্রেসক্লাবের আহবায়ক কমিটির আহবানে বৃহস্পতিবার ঢাকা বিরিয়ানি হাউস হল রুমে প্রেসক্লাবের আহ্বায়ক পলাশ রহমানের সভাপতিত্বে যুগ্ন আহবায়ক সোহানুর রহমান উজ্জ্বল ও সদস্য সচিব নাজমুল হোসেনের উপস্থিতিতে পরম বিতরনণ, উপস্থিত ছিলেন সংবাদ কর্মীরা। প্রেসক্লাব গঠনের জন্য আহবায়ক কমিটি প্রেসক্লাবের সদস্য ফরম এর মাধ্যমে স্থানীয় সকল সাংবাদিকদের সদস্য হয়ে এই প্রেশক্লাবের অন্তর্ভুক্তির জন্য আবেদন ফরম সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে গতকাল থেকেন চালু হয়, আগামী ২৯তারিখ পর্যন্ত এই আবেদন ফরম সংগ্রহ করে ও জমা দিতে পারবে এই ২৯ পরে আর কোন আবেদন গ্রহণযোগ্য হবে না ভিত্তিত
সবাই উপস্থিত ছিলেন সহেলা আক্তার বিপ্লবী, জাকির হোসেন সুমন, মোহাম্মদ আসলামুজ্জামান
মোহাম্মদ উল্লাহ সোহেল, দিলরুবা জামান ,জুম্মন অনিক, সজীব আল হাসান, সরকার মোখলেছুর রহমান ,নাঈম হোসেন ভূঁইয়া, ও তিশা সুলতানা।