ভেড়ামারা প্রতিনিধি :
মোঃ সজিব ইসলাম ১৮ই জুন ১৯৯৮ সালে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলাধীন বাহিরচর ইউনিয়নের বারদাগ গ্রামে জন্মগ্রহণ করে। তার পিতার নাম মোঃ বাদল আলী, তিনি প্রায় ১৫ (পনের) বছর যাবৎ বেপাত্তা। তার মা মোছাঃ সাজেদা খাতুন, একজন ভূমিহীন হতদরিদ্র, শ্রমজীবি মহিলা। তিনি অন্যের বাড়িতে ঝি এর কাজ করে সংসার চালান। একমাত্র ছেলে সজিবের বয়স ০৭ যখন (সাত) বছর তখন থেকে সে কিডনি রোগে আক্রান্ত। সমাজের বৃত্তবান সহৃদয় ব্যক্তিবর্গ ও আত্মীয়-স্বজনের সহায়তায় ছেলেকে রাজশাহী, ঢাকাসহ ভারতের কলকাতার পেয়ারলেস, ভেলরের সি.এম.সি হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। কিন্তু সজিবের কিডনির কোন উন্নতি হয় না। পর্যায়ক্রমে তার দুটি কিডনি অকেজো হয়ে পড়ে। বর্তমানে সজিব ঢাকার শ্যামলীতে অবস্থিত সি.কে.ডি এন্ড ইউরোলজী হাসপাতালে ডা. কামরুল ইসলাম স্যারের অধীনে প্রায় ১০ (দশ) মাস চিকিৎসাধীন রয়েছে। সজিবের চিকিৎসা চলমান রাখতে তার মা এখন ঋণগ্রস্থ। আপনি চাইলে আপনার বন্ধুদের কাছ থেকে, সহকর্মীদের কাছ থেকে, প্রতিবেশীদের কাছ থেকে, আপনার স্কুল-কলেজ ক্যাম্পাসে ক্যাম্পেইন করে, অল্প অল্প করে হলেও অংশীদার হতে পারেন এই সজিব ইসলামের জীবন বাঁচানোর সংগ্রামে।আসুন না আমরা সবাই মিলে মোঃ সজিব ইসলামের মুখে হাসি ফিরিয়ে আনি, ফিরিয়ে আনি সুস্থ জীবনে।
মোঃ সজিব ইসলামের সাথে যোগাযোগ ও সাহায্য পাঠানোর ঠিকানা :
১/ মোঃ সজিব ইসলাম
মোবাইল নং ০১৭৯৩-৯১৯১৮৯
সঞ্চয়ী হিসাব নং ৭০১৭৩২২২৯৮৭৩২
ডাচ বাংলা ব্যাংক লিঃ, এজেন্ট ব্যাংকিং।
বিকাশ ও নগদ নম্বর ০১৭৯৩-৯১৯১৮৯
২/ মোঃ মিলন হোসেন
সমন্বয়ক
মোবাইল নং : ০১৭৯৪-৫৬৩৯৬৬
৩/ মোঃ আসাদুজ্জামান (কোচি)
সমন্বয়ক
মোবাইল নং : ০১৭১১-৩৪৬৯৭৪
৪/ মোঃ রোকন উদ্দিন
প্রধান সমন্বয়ক
মোবাইল নং : ০১৭৩৯-৬২৯৬৪৬