গাইবান্ধা সদর উপজেলায় গরু বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে লাইলী বেগম ( ৫০ ) নামে এক নারী নিহত হয়েছেন

গাইবান্ধা সদর উপজেলা প্রতিনিধি মো শরিফুল ইসলাম সোহাগ

শনিবার (২৭ আগস্ট) দুপুরে ত্রিমোহনি রেল স্টেশন সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

লাইলী বেগম দক্ষিণ হরিণসিংহা গ্রামের মজিবর রহমানের স্ত্রী।

স্থানীয়রা জানান, লাইলী বেগম রেললাইনের পাশে গরু বাঁধছিলেন। চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লাগার আশঙ্কায় তিনি গরুটি সরানোর চেষ্টা করেন। এ সময় ট্রেনে কাটা পড়ে লাইলী ঘটনাস্থলে মারা যান, গরুটিও কাটা পড়ে।

বোয়ালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম সাবু বিষয়টি নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *