মানিকগঞ্জে বঙ্গবন্ধু স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ.

মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন শ্রমিক লীগের আয়োজনে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও তার পরিবারের সকল সদস্যদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ আগষ্ট) সন্ধ্যায় কাটিগ্রাম চান্দরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় সদর থানা শ্রমিক লীগের আহ্বায়ক এমদাদুল হক খান লিটনে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব বিপ্লব হোসেন সেলিম ।
অনুষ্ঠানে কৃষ্ণপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোঃ সানোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য জনাব খালেদ মাসুদ আহমেদ ।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সদর থানা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক জসিম মোল্লাসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ । এছাড়াও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ , শ্রমিক লীগ, ও অন্যান্য সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন ।
আলোচনার পর দোয়া মাহফিল ও মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *