চিলমারীতে দুই সার ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা।

ইয়াছিন আলী ইমন
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে অতিরিক্ত মূল্যে সার বিক্রির অপরাধে দুই রাসায়নিক সার বিক্রেতাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা শাখা। রবিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার রমনা ইউনিয়নের নতুন জোড়গাছ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কুড়িগ্রাম জেলার সহকারি পরিচালক মো. মোস্তাফিজুর রহমান জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে রাসায়নিক সার বিক্রি করার অপরাধে জাহেদুল ইসলামের ম্যানেজার নুর আলমকে ২০ হাজার টাকা এবং একই বাজারের ত্বহা ট্রেডার্সের মালিক মো. গওসুল আজমকে ২০ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নুরুল ইসলাম, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. আরশাদ আলী এবং চিলমারী থানার একটি পুলিশ টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *