বিভিন্ন মামলায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩ জন।

ইয়াছিন আলী ইমন
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশ ও জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মামলা এবং ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়াও গাঁজা উদ্ধার করা হয়েছে। জেলায় নতুন পুলিশ সুপার যোগদানের পর অভিযান বাড়ানো হয়েছে। জেলা পুলিশ এ তথ্য জানিয়েছে।জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে জিআর মামলার ওয়ারেন্ট ছয় আসামি গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে সদর থানায় দুই আসামি, উলিপুর থানায় এক, ফুলবাড়ী থানায় দুইজন এবং রৌমারী থানায় একজন। এছাড়াও সিআর ওয়ারেন্ট মূলে চার আসামি গ্রেপ্তার করা হয়। রাজারহাট থানায় একজন, চিলামারী, রাজীবপুর, ও কচাকাটা থানায় একজন করে এবং সদর থানায় জিআর মামলায় একজন এবং সিআর ওয়ারেন্টমূলে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াও নিয়মিত মামলায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে মধ্যে মাদক মামলায় দুই জন, জুয়ার আসর থেকে ১৫ জন, অন্যান্য তিনজন এবং ১৫১ ধারায় একজন। সব মিলে জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উলিপুর থানা পুলিশ ২২০ গ্রাম মাদক উদ্ধার করেছে মাদক বিরোধী অভিযানে।
কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান বাড়ানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে মাদক, জুয়া, ওয়ারেন্টসহ বিভিন্ন অপরাধে ৩৩ আসামি গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে মাদক নির্মূলে বিশেষ অভিযান বাড়ানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *