উলিপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা।

ইয়াছিন আলী ইমন
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুর বাজারে ২৯ চালকে ২৮ জাতের চাল হিসেবে বিক্রি এবং মেয়াদোতীর্ণ তারিখ ও খুচরা মূল্য ছাড়াই শিশু খাদ্য বিক্রির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে (২৯ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি টিম এই জরিমানা প্রদান করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান জানান, নিয়মিত বাজার তদারকীর উদ্দ্যেশ্যে উলিপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজারের আশা কনফেকশনারীতে উৎপাদন ও মেয়াদোতীর্ণ তারিখ উল্লেখ না করা, খুচরা মূল্য তালিকা প্রদর্শন না করে শিশু খাদ্য বিক্রি করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক সেলিম মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বাজারের মানিক স্টোরের ম্যানেজার মোন্নাফ আলী জ্ঞাতসারে ২৯ জাতের চালকে ২৮ জাতের চাল হিসেবে প্রতারণা করে গ্রাহককে বিক্রি করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে আশা কনফেকশনারীর তিন বস্থা নিন্মমানের শিশুখাদ্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।বাজার তদারকিকালে উলিপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুকিত বিন লিয়াকত, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর জয়নুল আবেদীন ও উলিপুর থানার একটি পুলিশ টিম সঙ্গে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *