ইয়াছিন আলী ইমন
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
গেল ২৪ ঘণ্টায় কুড়িগ্রামের বিভিন্ন থানায় বিশেষ অভিযানে ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে জিআর মামলায় ওয়ারেন্টের আসামি নয় জন। সিআর মামলার ওয়ারেন্টমূলে চারজন। এছাড়াও মাদক মামলায় তিনজন, চুরি মামলায় একজন, আগের দায়ের হওয়া অন্যান্য মামলার তিন আসামি।পুলিশ জানায়, রাতে বিভিন্ন সময় অভিযান চালানো হয়। অভিযানে জিআর ওয়ারেন্টমূলে সদর থানায় পাঁচ জন, রাজারহাট, উলিপুর, নাগেশ্বরী ও রৌমারী থানায় একজন করে মোট নয়জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।সিআর ওয়ারেন্টমূলে গ্রেপ্তার করা হয় সদর, উলিপুর, নাগেশ্বরী ও রৌমারীতে একজন করে মোট চারজন।এছাড়া মাদক ও চুরির ঘটনায় নিয়মিত মামলায় চারজনসহ মোট ২০ আসামি গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
একই সঙ্গে রৌমারী থানায় ২৪ বোতল বিদেশি মদ উদ্ধার করে পুলিশ।কুড়িগ্রাম ডিবি অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ও ২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসব ঘটনায় মামলা হয়েছে।কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, পুলিশের অভিযান বাড়ানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।