মোঃ মাসুদ আলম ব্যুরো চীফ,রাজশাহী
আগষ্ট মাস শোকের মাস। দিন শেষে রাত হয় আবার রাত শেষে পূব আকাশে সূর্য উঠে এভাবেই বর্ষ পুঞ্জিকায় যখন এই মাস আসে তখন হৃদয় পটে ভেসে উঠে সে দিনের বেদনাময় চিত্র। এ মাসটিকে নানা কর্মসূচী পালন করা হয়। তারই ধারাবাহিকতায়
আজ ২৯ আগস্ট, ২০২২ জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গোদাগাড়ী উপজেলা ৮নং বাসুদেবপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও তার সহযোগী সংঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিকাল ৪ঃ০০টায় শহীদুন্নেসা উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী -১ ( গোদাগাড়ী তানোর) সাংসদ সদস্য,আলহাজ্ব মোঃ ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ,গোদাগাড়ী উপজেলা শাখা, আলহাজ্ব মোঃ অয়েজ উদ্দিন বিশ্বাস ,
উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশীদ।সভাপতি বাংলাদেশ যুবলীগ উপজেলা শাখা, মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, উপজেলা মহিলা আওয়ামীলীগের সম্পাদিকা কৃষ্ণা দেবী, দেওপাড়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন সোহেল প্রমুখ।
সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ, ৮নং বাসুদেবপুর ইউনিয়ন শাখা, মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে,সাধারণ সম্পাদক (ভারঃ),বাংলাদেশ আওয়ামী লীগ বাসুদেব পুর ইউনিয়ন শাখা, মোঃ তোফিকুর রহমানের (মাসুদ) এর সঞ্চালনায় প্রধান অতিথি তার
বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগষ্ট আমরা আমাদের জাতির পিতাকে হারিয়েছি। তিনি যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে সোনার বাংলায় রূপান্তর করতে চেয়েছিলেন। এর আগেই ঘাতকদের নির্মম বুলেটে তাঁকে শাহাদাৎ বরণ করতে হয়।’ বঙ্গবন্ধুর কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, ‘তিনি অত্যান্ত সৎ, উদার, দেশপ্রেমিক, সাহসী ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মহান ব্যক্তিত্ব ছিলেন। সাধারণ মানুষের ভাগ্যন্নয়নের সংগ্রামে তিনি মৃত্যু, জেল, জুলুমকে কখনও ভয় পাননি। মানুষের মুখ দেখেই তার দুঃখ দুর্দশা বুঝে যেতেন তিনি। মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েছেন।
১৯৭৫ সালে বঙ্গবন্ধুর বুকে যে গুলি লেগেছিল তা কি শুধু বঙ্গবন্ধুর বুকে লেগেছিল? এগুলি লেগেছিল সমস্ত বাঙালি জাতির বুকে লেগেছিল। আপনারা তো বিএনপি ও জামতের রাজনীতি চর্চা করেন।আপনারা যদি নিজের ভাগ্যের চাকা ঘোরাতে চান তাহলে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হয়ে কাজ করতে হবে। জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত প্রতিজন পাঁচটি করে ভোট বাড়াবেন। বাসুদেপপুর ইউনিয়নকে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে গড়ে তুলতে হবে। আওয়ামী লীগের হাতকে আরও শক্তিশালী করতে হবে।দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। দেশের মানুষের উন্নয়নের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কাজ করছে ভবিষ্যতেও করবে।