স্টাফ রিপোর্টার :
এবার দেশ চ্যানেলের সত্য ও নিরপেক্ষ স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেয়েছেন হাফিজ সেলিম আহমদ যার কার্ড নং (DC16) তিনি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার মান্নারগাও ইউনিয়নের নোয়াগাও গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি ২০১০সাল থেকেই একজন সৎ ও নিরপেক্ষ সাংবাদিক হিসেবে বিভিন্ন পত্র পত্রিকায় জেলা ও উপজেলার প্রতিনিধি হিসেবে কাজ করে আসছেন। তিনি দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক,
সুনামগঞ্জেরএকজন পরিচিত মুখ হাফিজ সেলিম আহমদ। কে বা না চিনে। আজ তিনি সত্যিকারের একজন সাহসী সাংবাদিক। বিভিন্ন তথ্য অনুসন্ধানে ঘুরে বেড়ান প্রতিনিয়ত।তিনি বর্তমানে বাংলাদেশের জাতীয় দৈনিক বজ্রশক্তি এর উপজেলা প্রতিনিধি,বি ডি সি ৭১টিভি জেলা প্রতিনিধি,মাই বাংলা টিভি ছাতক-দোয়ারা উপজেলা প্রতিনিধি, এবং দেশ চ্যানেলের স্টাফ রিপোর্টারের নিয়োগ পেয়েছেন। তিনি মনে করেন, সাংবাদিকতা কোনো পেশা নয়। এটা অসত্যের মুখোশউন্মোচনে এক সামাজিক কাজ। উনার কার্যক্রম অবিরত আছে ও থাকবে
ইনশাআল্লাহ,তিনি সকলের কাচে দোয়া প্রার্থী।