বগুড়া শেরপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি রিভলবার উদ্ধার।

শেরপুর বগুড়া প্রতিনিধি।

বগুড়ার শেরপুরে মহাসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ। এসময় আগ্নেয়াস্ত্রটির মালিক বা সংশ্লিষ্ট কাউকে গ্রেফতার করা যায়নি। গত (২৯ আগষ্ট)সোমবার রাতে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পূর্ব পার্শ্বে কচুক্ষেতের মধ্যে থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। মঙ্গলবার (৩০আগস্ট) বিকেলে এই তথ্য নিশ্চিত করে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযানে নামেন তাঁরা। একপর্যায়ে গোপনে খবর আসে শেরুয়া গ্রামে আগ্নেয়াস্ত্র রয়েছে। পরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এরপর মহাসড়ক সড়কের পাশে কচুক্ষেতের মধ্যে পরিত্যক্ত অবস্থায় রিভলবারটি উদ্ধার করা হয়। এটির গায়ে বার্মা লেখা রয়েছে।
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি পুরনো হলেও সচল আছে। তবে এটির মালিক বা সংশ্লিষ্ট কারো সন্ধান মেলেনি। তাই অস্ত্রটি জব্দ করে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *