ওমর ফারুক ভোলা সদর প্রতিনিধি :
ভোলা সদর উপজেলা ৯নং চরসমাইয়্যা ১ওয়ার্ড, মোঃ ইসমাইল ৩১ ও তার আপন ছোট ভাই মোঃ আমজাদ ২২ ও তার খালাতো ভাই ইসমাইলের বাবা মোঃ ইব্রাহীম, জানান
মোঃ হালিম ২৩ সহকারে তিন জন তিন টি নছিমন গাড়ি নিয়ে ,রাত ২:৩০ মিনিটের দিকে ভোলা কুঞ্জেরহাট এর দিকে যাচ্চিলো ,এমন সময় মোঃ ইসমাইল এর গাড়ি তাঁকে নিয়ে একটি গর্তের সাথে ধাক্কা খায় , ইসমাইল গাড়ি কন্ট্রোল না করতে পারায় নছিমন সহকারে উল্টিয়ে পরে ,এবং মোঃ ইসমাইল গুরতর আহত হন, তার সাথে নছিমন গাড়ি নিয়ে আসে তার ভাই, তারা তাকে সেখান থেকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে যায় ,সেখান থেকে আহত ইসমাইল কে ফেরত দেই , হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, ভোলা নিয়ে আসতে , ভোলা সদর হাসপাতালে আনার পর সেখানে থেকেও তাকে ফেরত দেই ,এর পর তারা বরিশাল নেওয়ার জন্য দ্রুত গামী স্প্রিড বোর্ড নেয় , বরিশাল যাওয়ার পথে স্প্রিড বোর্ডে নেওয়ার পথে মোঃ ইসমাইল মৃত্যু বরণ করেন,