মোঃ রমজান আলীঃ জেলা প্রতিনিধি
সরকার ঘোষিত বাংলাদেশ খাদ্য মন্ত্রনালয় অধিদপ্তরের আওতাধীন সারা দেশের ন্যায় ঝিনাইদহের কোটচাঁদপুরে বিশেষ বরাদ্দকৃত ওএমএস ডিলারের মাধ্যমে খোলা বাজারে চাউল বিক্রয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে পৌর এলাকার ব্রীজঘাট মোড় সংলগ্ন ওএমএস ডিলার আতিকুর রহমান, সলেমানপুর সাহেববাড়ি এলাকার আমির হোসেন, কলেজবাসস্ট্যান্ড সংলগ্ন আতিয়ার গাজী ও মেইন বাসস্ট্যান্ডের পাশে তালসার রোডে রিপন এর পয়েন্টে এসে বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সভাপতি শরিফুন্নেচ্ছা মিকি।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) ওয়াহেজুর রহমান খান সহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিক বৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
এব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন জানান, শুধু মাত্র পৌর এলাকায় চার জন ডিলারের সমন্বয়ে সপ্তাহে পাঁচ দিন চাউল বিক্রয় কার্যক্রম
অব্যহত থাকবে। প্রতি কেজি চাল ৩০ টাকা দরে মাথাপিছু ৫ কেজি করে প্রতিদিন দুই টন ওএমএস ডিলারের মাধ্যমে আট টন চাউল বিক্রয় করা হবে।
উল্লেখ্য, যাদের টিসিবি কার্ড আছে শুধু তারাই মাথাপিছু ৫ কেজি ৩০ টাকা দরে মাসে দুইবার চাউল ক্রয় করতে পারবে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক পৌর এলাকায় ৪জন ওএমএস ডিলারের সমন্বয়ে স্বল্পমূল্যে চাউল বিক্রয়ের কার্যক্রম শুরু হয়েছে। সরকারের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।