মিজানুর রহমান
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি ঃ
ফরিদপুরের সালথায় নসিমন উল্টে বিপুল মাতুব্বর (৩২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর দুপুরে উপজেলার ভাওয়াল ইউনিয়নের মোল্লার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত বিপুল মাতুব্বর নগরকান্দা উপজেলার কান্দি গ্রামের কবির মাতুব্বরের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিপুল সেভেনআপ কোম্পানিতে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। নগরকান্দা থেকে সালথা আসার পথে ভাওয়াল ইউনিয়নের মোল্লার মোড়ের মাজেদ মোল্লার বাড়ির সামনে নসিমন ঘোরাতে গিয়ে উল্টে গিয়ে রাস্তার পাশে স্তূপ করে রাখা ইটে চাপা পড়ে ঘটনাস্থলেই বিপুলের মৃত্যু হয়।ফরিদপুরের সালথা থানার এসআই পরিমল বিশ্বাস জানান, নসিমনের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে স্তূপ করে রাখা ইটের আঘাতে বিপুলের মৃত্যু হয়। বিপুলের পরিবারের অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মিজানুর রহমান
০১৭৩৪৫৩৭১৮৮
০১ সেপ্টেম্বর ২০২২