মাদকের ব্যবহার প্রতিরোধে ও অটিজম সচেতনতা বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক

নিজস্ব প্রতিনিধি :

মাদকের ব্যবহার প্রতিরোধ এবং অটিজম সচেতনতা বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়
আজ ৩১/০৮/২২ ইং তারিখে উত্তর ইসদাইর, ফতুল্লা, নারায়ণগঞ্জ এলাকায় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি শান্তির ছায়া মহিলা ও শিশু কল্যাণ সংস্থার আয়োজনে নারী ও শিশু নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ, ইভটিজিং, মাদকের ব্যবহার প্রতিরোধ এবং অটিজম সচেতনতা বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জাতীয় পুরস্কার বেগম রোকেয়া পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফরিদা আক্তার (যুদ্ধকালীন কমান্ডার), বিশেষ অতিথি হিসেবে সচেতনতামূলক বক্তব্য রাখেন জনাব আঞ্জুমান আরা, প্রোগ্রাম অফিসার, মহিলা বিষয়ক অধিদপ্তর , নারায়ণগঞ্জ , জনাব এস এম আবু তালেব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার , নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা থানার অফিসার ইনচার্জ জনাব রিজাউল ইসলাম (অনলাইনে সংযুক্ত), ডে কেয়ার অফিসার জনাব সাবিকুন্নাহার , সাব-ইন্সপেক্টর জনাব মোঃ হারেস শিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন শান্তির ছায়া মহিলা ও শিশু কল্যাণ সংস্থার সকল সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ‌। উঠান বৈঠকটি সাফল্যমন্ডিত করার জন্য শান্তির ছায়া মহিলা ও শিশু কল্যাণ সংস্থার সভানেত্রী ফেরদৌস আরা অনাকে অসংখ্য ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *