মাধবপুরে গ্রীনলাইফ ডায়াগনস্টিক এন্ড সেন্টারের উদ্বোধন

সাব্বির আকাশ,মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ

হবিগঞ্জের মাধবপুরে স্বাস্থ্যই সকল সুখের মূল” এই বার্তাকে আরো সহজ করার লক্ষ্যে উদ্বোধন করা হলো গ্রীনলাইফ সেন্টার।
বৃহস্পতিবার সকালে পৌর শহরের শ্যামলী সদর হাসপাতাল গেইট এলাকায় এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান খুরশেদ আলম,সাবেক চেয়ারম্যান আপন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী পংকজ সাহা, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ অলিদ মিয়া,সেক্রেটারি সাব্বির হাসান,পৌর কাউন্সিলর শেখ জহিরুল ইসলাম,বকুল ঋষি, শাহ মোঃ কামাল, যুবলীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি আবুল কাসেম,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান,বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমান বাদশা,সজল রায়,সুজন রায় ও এলাকার বিশিষ্টজন।
এ সময় তারা বলেন, সেবায় এমন প্রতিষ্ঠান যাত্রা কে স্বাগত জানিয়েছেন, এবং মানুষকে সুন্দরভাবে চিকিৎসা প্রদানের আহ্বান জানান ।
গ্রীনলাইফ ডায়াগনস্টিক চেয়ারম্যান আশরাফুল আলম টিটু জানান,উপজেলার মানুষদের চিকিৎসাসেবা নিতে অনেক দূরে যেতে হয় তাদের কথা ভেবে উন্নতমানের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে এটি আমাদের ক্ষুদ্র প্রয়াস। সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন উন্নত চিকিৎসা ব্যবস্থা সুনিশ্চিত করতে পারি।
অনুষ্ঠানে ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকবৃন্দদের মাঝে উপস্থিত ছিলেন,দুলাল হাসান,সুমন চৌধুরী,সামসুল ইসলাম পাঠান পিন্টু,মামুন চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *