মানিকগঞ্জে পুলিশ বিএনপি সংঘর্ষ

আশরাফুল ইসলাম
মানিকগঞ্জ প্রতিনিধি.

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে বিএনপির নেতাকর্মী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের খালপাড় মোড়ে এই ঘটনা ঘটে। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটখেল নিক্ষেপ করলে পুলিশ পাল্টা টিয়ারশেল নিক্ষেপ করে। এতে পুলিশ, সাংবাদিক ও বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত বিএনপির তিনজন কর্মীকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে মানিকগঞ্জ দলীয় কার্যালয়ের সামনে বেলা ১১টার দিকে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। নেতাকর্মীরা শহরের আশে পাশে অবস্থান নিয়ে দলীয় কার্যালয়ে আসার প্রস্তুতি নেন।
এদিকে, সকাল ১০টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশি সুমন ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামের নেতৃত্বে কয়েকশ ছাত্রলীগ কর্মী জড়ো হন ভাষাশহীদ রফিক চত্বরে। এর পর ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে স্লোগান দিয়ে শহরে বিক্ষোভ মিছিল করেন। এর পর তারা শহরে কিছুক্ষণ অবস্থান নিয়ে চলে যায়।

অন্যদিকে, সকাল ১১ টার দিকে শহরের সেওতা এলাকা থেকে বিএনপির কয়েকশ নেতাকর্মী মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে যাওয়ার সময় খালপাড় মোড়ে পুলিশ বাধা দেয়। সেই বাধা উপেক্ষা করে বিএনপির মিছিল এগিয়ে যাওয়া চেষ্টা করে। এসময় মিছিলের পেছনর দিকে থেকে পুলিশকে লক্ষ্য করে বিএনপির নেতাকর্মীরা ইটপাটখেল নিক্ষেপ করে। বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশও প্রথমে লাঠিপেটা পরে টিয়ারশেল নিক্ষেপ করে।

পরে সেওতা শহীদ তুজ সড়কে পূর্ব পাশে পুলিশ ও উত্তর পাশে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেন। বেলা ১২ টার দিকে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে চলে গেলে পরিস্থিতি শান্ত হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএ কবীর জিন্নাহ বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিন আগে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিপেটা ও টিয়ারশেল নিক্ষেপ করে। এই ঘটনায় বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন ও কয়েকজনকে ধরে নিয়ে গেছে পুলিশ। এই ঘটনার প্রতিবাদে দুপুরে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে বলেও জানান তিনি।

বিএনপির নেতাকর্মী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া নিয়ে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *