শেরপুর বগুড়া প্রতিনিধি।
বগুড়া শেরপুরে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে আবু বকর সিদ্দিক (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ৩১ আগস্ট বুধবার বিকেলে শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের নাইশিমুল গ্রামে এই ঘটনা ঘটে।
আবু বকর সিদ্দিক ওই গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, বাড়ির পার্শ্বে বিকালে খেলা করার সময় আকস্মিকভাবে পুকুরের পানিতে পড়ে ডুবে যায় আবু বকর। বাবা মা বাড়ির ভেতরে কাজ সেরে ছেলের খোঁজ করলে ছেলেকে বিভিন্ন জায়গায় খুঁজে পাওয়া যায় না। বিষয়টি জানাজানি হলে ওইসময় প্রতিবেশীরা পুকুরের পানিতে বাচ্চাটিকে ভাসতে দেখতে পেয়ে দ্রুত তাকে পানি থেকে তুলে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিশালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এবিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খন্দকার জানান থানায় একটি ইউডি মামলা হয়েছে।