মিজানুর রহমান
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি ঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের সদবেড়া গ্রামে ৩ বছর ধরে শিকল বন্দী জীবন কাটাচ্ছেন ওমর ফারুক (৫০)।তার পিতার নাম মৃত শেখ আমিন উদ্দিন। তার মা রাশেদা বেগম বলেন,আমার ছেলে ওমর ফারুক বিয়ের আগে গভীর রাতে বাড়ির পাশের ফসলি মাঠে চলে যায় এবং ধান ক্ষেতের নাড়া বুরিয়ে বাড়িতে আসলে সকাল থেকেই বাড়ি ঘর, আসবাবপত্র ভাঙতে থাকে,তাবিজ- কবজ অনেক চিকিৎসার পর ছেলে আমার ভালো হয়,বিয়ে করিয়ে দেই সংসার গড়ে তুলে তার ১ টি মেয়ে মারা যায় এবং বর্তমানে ১ ছেলে ও একটি মেয়ে রয়েছে।
ওমর ফারুক তিন বছর আগে আবার পাগল হলে দুই তিনবার পাবনা মানষিক হাসপাতালে নিলেও ভালো না হওয়ায় কারও কোন ক্ষতি যাতে না করতে পারে বা কোথাও চলে না যায় তাই আজ প্রায় তিন বছর ধরে শিকল বন্দী করে রাখছি।পাগল হওয়ায় তার বউ তাকে ছেড়ে চলে যায়। তবে পাগল হলেও ওমর ফারুক তার নাম ও পঞ্চম শ্রেণিতে কোন সাবজেক্টে কোত নাম্বার পেয়েছে গুনে বলে হিসাব মিলিয়ে দেয়।বাড়ির পাশে নির্জন জায়গায় একটি টিনের খোলা মেলা ছাপড়া ঘরে তিন বছর ধরে শিকল বন্দী জীবন কাটাচ্ছেন ওমর ফারুক। পরনে কোন কাপড় নেই একা বসে নিজের সাথে কথা বলে সময় পার করছেন তিনি। তার মা রাশেদা বেগম তিনি তার ছেলে ওমর ফারুক এর দেখাশোনা করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার একটি ঘর তিনি পেয়েছেন। ওমর ফারুক এর মা তার সন্তানের জন্য স্হানীয় জনপ্রতিনিধি ও সরকারের কাছে সাহায্যের আবেদ করেন।
মিজানুর রহমান
০১৭৩৪৫৩৭১৮৮
২ সেপ্টেম্বর ২০২২