শেরপুর বগুড়া প্রতিনিধি।
বগুড়া শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের কুনিঘাট এলাকায় জাহিদুল হাজির ভাটার উত্তর পার্শ্বে করতোয়া নদীর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় নবজাতকের লাশ উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে এলাকাবাসী ওই নবজাতকের লাশ দেখতে পায়।
স্থানীয়া জানান সকাল বেলা করতোয়া নদীর তীরে একটি ব্যাগের মধ্যে ৭ মাসের নবজাতক দেখতে পাই । বিষয়টি জানাজানি হলে মানুষের ভীড় জমতে থাকে।
সকাল থেকে নদীর ধারেই পরিত্যক্ত অবস্থায় রয়েছিলো নবজাতকের লাশটি। রাত্রি ৮টায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার জানান, পরিত্যক্ত অবস্থায় সাত মাসের একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।