মোঃখালিদ হোসেন।
স্টাফ রিপোটার্র (পাইকগাছা) খুলনা।
খুলনার পাইকগাছায় সাবেক কৃতি ফুটবলারদের সমন্বয়ে প্রীতি ফুটবল ম্যাচে কয়রা উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার বিকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দু’উপজেলার কৃতি ফুটবল টিমের মধ্যে ৯০ মিনিটের খেলা গোল শুন্য অবস্থায় শেষ হয়। পরবর্তীতে টাইব্রেকারে ২গোলে কয়রা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। আয়োজক কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিজয়ী দল, রানার্স আপ দল সহ শ্রেষ্ট খেলোয়াড়ের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ । উপজেলা পরিষদ, থানা ও পৌরসভা আয়োজিত অনুষ্ঠেয় খেলায় প্রধান তিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর,ওসি জিয়াউর রহমান,সোলাদানা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী, প্রধান শিক্ষক অজিতকুমার সরকার, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, কয়রা ইউপি চেয়ারম্যান আব্দুস ছামাদ গাজী,প্রভাষক শাহনেওয়াজ শিকারী, পৌর প্যানেল মেয়র মাহবুবুর রহমান রঞ্জু, ষোলআনা সভাপতি জি,এম শুকুরুজ্জামান প্রমুখ। অতিথিবৃন্দের শুভেচ্ছা বক্তব্যোর পর বিজয়ী দলের পক্ষে ট্রপি গ্রহন করেন অধিনায়ক ও আমাদী ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জুয়েল,কয়রা সদর ইউপি চেয়ারম্যান এস,এম বাহারুল ইসলাম এবং রানার্স আপ দলের পক্ষে ট্রপি গ্রহন করেন গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি,এম আব্দুস ছালাম কেরু,অধিনায়ক আজিবর রহমান সহ উভয় দলের খেলোয়াররা। সেরা খেলোয়াড়ের পুরস্কার গ্রহন করেন সাবেক কৃতি ফুটবলার ও গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি,এম আব্দুস ছালাম কেরু।প্রধান ম্যাচ রেফারি ছিলেন অবঃ প্রধান শিক্ষক দিলীপ চন্দ্র সানা, সহকারি একরামুল ইসলাম ও এ্যাড,মঞ্জুরুল ইসলাম। ধারা বর্ননায় ছিলেন নুরুজ্জামান টিটু ও আশরাফুল ইসলাম।