নবীগঞ্জে ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র লিডারদের প্রশিক্ষণ কর্মশালা ২০২২ অনুষ্ঠিত

তুহিন আলম রেজুয়ান নবীগঞ্জ প্রতিনিধি,,

নবীগঞ্জে ইসলামী ব্যাংক এই স্লোগানে পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধান ও সহকারী কেন্দ্র প্রধানগনের শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় এবং ১০ জন শ্রেষ্ট কেন্দ্র প্রধানদের পুরস্কার বিতরণ করা হয়। শনিবার ( ০৩ সেপ্টেম্বর) সকাল ১০.৩০ ঘটিকায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নবীগঞ্জ শাখায় এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রথমে কুরআন তেলাওয়াত করেন ফিল্ড অফিসার মোঃ তাজুল ইসলাম, এতে সভাপতিত্ব করেন ফাস্ট্রএসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নবীগঞ্জ শাখার প্রধান কায়সার আহমেদ, পরিচালনা করেন প্রজেক্ট অফিসার নবীগঞ্জ শাখা’র সাইদুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন প্রিন্সিপাল ও বিনোয়োগ ইনর্চাজ, আইবিবিএল নবীগঞ্জ শাখার’র কাজী মোহাম্মদ শাহজালাল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র অফিসার ও আরডিএস সিলেট জোন অফিসার মোহাম্মদ মনিরুল ইসলাম,কৃষি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রশিক্ষণ দেন নবীগঞ্জ উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান,মৎস ও পশুপালন বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেন উপজেলা মৎস কর্মকর্তা মোঃ আসাদ উল্লাহ। নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও সাবেক সহ সভাপতি আশাহিদ আলী আশা, নবীগঞ্জ মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তালুকদার,জাকারিয়া আহমেদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে নাজমা বেগম বলেন, একজন পুরুষের পাশাপাশি নারী ও কাজ করলে আমাদের সমাজ এগিয়ে যাবে। শেষে ১০ জন শ্রেষ্ট কেন্দ্র প্রধানদের কে পুরষ্কার দেয়া হয়। তারা হলেন, নুরজাহান বেগম, রাজেনা বেগম, জুলেখা বেগম, রৌওশনা বেগম, জাহানারা বেগম, মালা বেগম, রোমেনা আক্তার, আছমা আক্তার, মনিরা বেগম, রাহেনা বেগম।

নাম,, তুহিন আলম রেজুয়ান
নবীগঞ্জ প্রতিনিধি
মোবাঃ০১৬৪৬৪৬৮০৬২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *