ময়মনসিংহে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির অবিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ঃ

খায়রুল বাশার, ময়মনসিংহ প্রতিনিধিঃ

আজ শনিবার (০৩ সেপ্টেম্বর ২০২২) তারিখ ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহিদ আব্দুল জব্বার মিলনায়তনে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয় নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি এর ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোঃ ইকতিয়ার উদ্দিন ভূইয়া সভাপতিত্বে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি এর ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পারভেজুর রহমান।

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মোতাহার হোসেন খান, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি এর কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি, মোঃ আবুল হোসেন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব, মোঃ আসাদুজ্জামান।

এছাড়াও অন‍্যান‍্যদের মাঝে বক্তব্য রাখেন- ময়মনসিংহ জেলা কমিটির সহ-সভাপতি মোঃ আনোয়ারুল আমীন, নেত্রোকোনা জেলার সভাপতি মোঃ আব্দুস সামাদ আকন্দ, বরিশাল বিভাগের সভাপতি মোঃ মিজানুর রহমান পান্না, ভালুকা ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মোস্তাফা কামাল, গৌরিপুর ভূমি সহকারী কর্মকর্তা এ. এস. এম. সারোয়ারী কামাল, মুক্তাগাছা ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আব্দুল বারেক প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ভূমি অফিসার্স কল‍্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলা, সদর ও উপজেলার নেতৃবৃন্দ, অবসরপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তাগণ প্রমুখ। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *