খায়রুল বাশার, ময়মনসিংহ প্রতিনিধিঃ
আজ শনিবার (০৩ সেপ্টেম্বর ২০২২) তারিখ বেলা ৫ ঘটিকার সময় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় নবাগত পুলিশ সুপার মোহাঃ মাছুম আহম্মদ ভুঞা (পিপিএম-সেবা) এর আগমণ উপলক্ষে ফুলের শুভেচ্ছা জানান কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার)।
জানা গেছে, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে কোতোয়ালী মডেল থানার এএসআই. আমির হামজা তথ্যপ্রযুক্তির মাধ্যমে ২৫টি মোবাইল ফোন উদ্ধার করেন। এসব মোবাইল ফোন থানায় সাধারণ ডায়েরি ভুক্ত হওয়ার পর তথ্যপ্রযুক্তির মাধ্যমে উদ্ধার করা হয়। এসব মোবাইল ফোন প্রকৃত গ্রাহকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূঁইয়া।
প্রথমেই সাংবাদিক গোলাম কিবরিয়া পলাশের হাতে তার হারিয়ে যাওয়া মোবাইল ফোন তুলে দেন পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূঁইয়া ও কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ। হারিয়ে যাওয়া মোবাইল ফোন গুলো পেয়ে প্রকৃত মালিকগণ আনন্দিত। প্রকৃত মালিকগণ মোবাইল ফোন হাতে পেয়ে কোতোয়ালী মডেল থানার কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার ফজলে রাব্বি, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) রায়হানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুল ইসলাম ফকির, ওসি শাহ কামাল আকন্দ, বিভিন্ন ফাড়ির ইনচার্জগন সহ থানার সকল অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।
নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা কোতোয়ালি মডেল থানা পুলিশের কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেন। এর আগে পুলিশ সুপার কোতোয়ালি মডেল থানায় পৌঁছলে থানার ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে কোতোয়ালী পুলিশ নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞাকে ফুলেল শুভেচছা জানান।
কোতোয়ালী মডেল থানায় ওসি শাহ কামাল আকন্দ যোগদানের পর মোবাইল ফোন উদ্ধার সংক্রান্ত কাজ করায় জনগনের কাছে বাড়তি সেবা যুক্ত হয়েছে। প্রযুক্তির এই সেবা পেয়ে জনগন উপকৃত হচ্ছে। ইতিমধ্যে ওসি শাহ্ কামাল আকন্দ যোগদানের ১ বছরে প্রায় সাধারণ ডায়েরিকৃত হারিয়ে যাওয়া ৫৩০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।
এদিকে ময়মনসিংহের কোতোয়ালী থানা এলাকার সর্বস্তরের জনগণ বলছে ইতিপূর্বে এভাবে জিডি করে এতো মোবাইল ফোন পাওয়া গেছে বলে আমাদের জানা নেই। তবে আমাদের সারা দেশের মধ্যে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানায় এবারেই প্রথম যে একদিনে ২৫টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর।