এম.মাহফুজুর রহমান সজিব (সুনামগঞ্জ)
সরকারিভাবে সপ্তাহে দুই দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় অধিকাংশ শিক্ষার্থীর মনোভাব শিক্ষা থেকে অনেকটা পিছিয়ে যাবে বলে মনে করেন ইসলামিক চিন্তাবিদ,আলোচক, গভেষক, সমাজ সেবক,ইসলামী স্কলার শায়খে হাম্মাদ আহমদ সাহেব গাজিনগরী নিউ উয়ারক।কিছু দিন আগে মিডিয়ায় ঝড় উঠেছিলো হাম্মাদ আহমদ গাজিনগরী ফাউন্ডেশন বাংলাদেশে এর আলোচনায়। তবে সমালোচনা এখন সারা বিশ্বে মুহাদ্দিসে গাজীনগরী ফাউন্ডেশন আছে ।জার প্রতিষ্ঠাতা শায়খ হাম্মাদ আহমদ গাজীনগরী সাহেব সারা বাংলাদেশে প্রাইমারী থেকে একাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ফ্রী প্রাইভেট পড়ানোর কথা প্রকাশ করতেই সর্বপ্রথম এর অনুমোদন আনেন দৈনিক চলমান বাংলাদেশ এর সম্পাদক ও প্রকাশক সাংবাদিক এম.মাহফুজুর রহমান সজিব।গত শুক্রবার সারা বাংলাদেশে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করে এই ফাউন্ডেশন।আলোচনা সাপেক্ষে শিক্ষকদের বেতনের কথাও আলোচনায় আনেন হাম্মাদ আহমদ সাহেব। গতকাল শনিবার সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা শাখা রাকিব আলী স্যার পরিচালিত স্পেশাল প্রাইভেট লিমিটেড এ উদ্ভোদনী ক্লাস শুরু করেন প্রাইমারী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শাখায় রাকিব আলী স্যার,এম.মাহফুজুর রহমান সজিব স্যার আকবর স্যার ও এম.এ শহিদ স্যার। প্রাইমারী থেকে কলেজ পর্যন্ত ধাপে ধাপে এর প্রথম ক্লাসের কর্যক্রম সম্পন্ন হয়।