ওএমএসের আওতায় ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির উদ্বোধন করলেন ইউএনও ইমরুল হাসান

নূরুল ইসলাম, দৌলতপুর প্রতিনিধিঃ

মানিকগঞ্জের দৌলতপুরে চকমিরপুর ইউনিয়নে নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে আজ থেকে খোলা বাজারে (ওএমএস) ৩০ টাকা দরে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। উক্ত কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইমরুল হাসান,এসময় উপস্থিত ছিলেন-থানা ইনচার্জ মোঃ জাকারিয়া হোসেন, মৎস্য অফিসার মোঃ ফরিদ হোসেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মমিনুর রহমান,সমবায় অফিসার মোঃ মাকসুদ হোসেন,খাদ্য নিয়ন্ত্রণ অফিসার ফারজানা ইয়াসমিন,উপজেলা কৃষক লীগের আহবায়ক মোঃ মিজানুর রহমান মিন্টু মোল্লা,উপজেলা যুব লীগের আহবায়ক মোঃ হুমায়ুন কবির শাওন ও দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরুল হাসান বলেন- ওএমএস কার্যক্রমে চাল বিক্রয় করার জন্য ক্রেতাদের দুটি আলাদা লাইন করতে হবে। একটি লাইনে সাধারণ মহিলা ক্রেতা এবং অন্য লাইনে পুরুষ ক্রেতারা দাঁড়াবেন।

ডিলারের কাছে সংশ্লিষ্ট দিনের চালের বরাদ্দ শেষ হয়ে গেলে পরে আসার অনুরোধ জানাতে হবে।
এবিষয়ে তদারকি কর্মকর্তা/ট্যাগ অফিসার বিক্রয়স্থলে দিনের বিক্রয়যোগ্য খাদ্যশস্যের বস্তা ও পরিমাণ সম্পর্কে সন্তুষ্ট হয়ে বিক্রয় আদেশ দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *