তৈয়ব উল্লাহ সিকদার বাবু
কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৮৯ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। তবে কাউকে আটক করতে পারেনি তারা।
শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এতথ্য নিশ্চিত করেন।
খন্দকার মুনিফ তকি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কোস্টগার্ড স্টেশন টেকনাফ সেন্টমার্টিন সমুদ্র এলাকায় অভিযান চালায়। এসময় ছেঁড়াদ্বীপ থেকে আনুমানিক ২ নটিক্যাল মাইল দক্ষিণ পূর্বে বাংলাদেশ সীমানায় একটি ফিশিং বোট সাদা প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা বস্তাটি তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করে।
এছাড়া, শনিবার সকাল ১০টার দিকে নাইট্যংপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় বরইতলী থেকে এক ব্যক্তিকে কালো রঙের পলিথিন ব্যাগসহ টেকনাফের দিকে আসতে দেখা যায়। লোকটি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ব্যাগটি চালিয়াতলি ব্রিজের কাছে ফেলে জঙ্গলে পালিয়ে যায়। পরে ওই পলিথিন ব্যাগটি থেকে ৩৯ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরো বলেন, জব্দকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।