মিজানুর রহমান
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি ঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলা কে ভুমিহীন মুক্ত ঘোষণা করায় ঘরের জন্য ইউএনও’র দুয়ারে ভুমিহীন স্বামী হারা অসহায় হতদরিদ্র সুফিয়া বেগম (৬৫)। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ প্রকল্প – ২ এর আওতায় দেশের বিভিন্ন উপজেলায় ভুমিহীন পরিবারকে মুজিব পল্লীতে ঘর করে দেয়।ঘর নির্মাণ শেষে সুবিধা ভোগীদের মাঝে ঘর বিতরণের মধ্যদিয়ে নগরকান্দা উপজেলা কে ভুমিহীন মুক্ত ঘোষণা করে। যে কারনে উপজেলার ঘর থেকে বঞ্চিত রয়েছে অসংখ্য ভুমিহীন পরিবার।এদের মধ্যে তালমা ইউনিয়নের মিয়ার গ্রামের সুফিয়া বেগম আবেদন করেও তার ভাগ্যে জোটেনি। ভিক্ষাভিত্তি করে জীবন চলে তার।থাকেন মানুষের বাড়ি বাড়ি। থাকার মতো নেই কোন জায়গা।স্বামী হারা সুফিয়ার এক ছেলে সে ঢাকায় থেকে রিক্সা চালায়। বিয়ে করে সংসার করলেও তারও রয়েছে দুইটি প্রতিবন্ধী সন্তান।ছেলের সংসার নিয়ে হিমসিম মা কে দেখবে কিভাবে এমন কথাই কান্না জড়িত কন্ঠে বল্লেন সুফিয়া বেগম।ঘরের জন্য ইউএনও’র দরজায় কড়া নাড়ছেন আজও। সুফিয়া বেগম বলেন ঘরের জন্য আবেদন করে প্রাই দুইবছর ধরে ঘুরছি কেউ আমাকে ডাকেনি, মানুষের বাড়ি বাড়ি থাকি, ভিক্ষা করে খাই,শেখের বেটি যেন আমাকে একটি ঘর দেয়।
মিজানুর রহমান
০১৭৩৪৫৩৭১৮৮
৪ সেপ্টেম্বর ২০২২