ঝিনাইদহ র‍্যাবের হাতে ইয়াবাসহ আটক ১

মোঃ রমজান আলী জেলা প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ হতে ইয়াবাসহ ০১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।সোমবার র‌্যাব-৬,(সিপিসি- ২) ঝিনাইদহ র‌্যাব ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ,ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার মোবারকগঞ্জ রেলষ্টেশন এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি কালীগঞ্জ থানাধীন মোবারকগঞ্জ রেলষ্টেশন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ নছু মিয়া (২৬)পিতার মোঃ ওহাব আলী,গ্রাম কনক সার, থানা- লৌহজং,জেলা- মুন্সিগঞ্জ।

এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃতের নিকট হতে অবৈধ মাদক দ্রব্য ১৯০ পিচ ইয়াবা ট্যাবলেট ও দুইটি সিমকার্ড সহ০১টি মোবাইল উদ্ধার করে।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃতকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *