ইয়াছিন আলী ইমন
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের, কালীগঞ্জ হুজুর আলী উচ্চ বিদ্যালয়ে। প্রধান শিক্ষকের চেয়ার নিয়ে টানাটানি। (৫ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে রিড আবেদন থাকায়।ম্যানেজিং কমিটির অবিভাবক সদস্য আফজালুল হক( খোকা) কে সভাপতি করিয়া কার্য শুরু করেন।অধিকাংশ সদস্যর মতামতের ভিত্তিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকে অবসরের পড়।অর্থ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কৃষ্ণ চন্দ্র সরকার কে তার পদে আসিন করেন।এই নিয়ে অভিযুক্ত সভাপতি সাবুল ইসলাম অর্থ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুর ইসলাম মিয়াকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে জোর পুর্বক চালায়।এলাকার গন্য- মান্য ও নেতা কর্মী ও সদস্য থাকেন।এলাকার দুই শতাংশ লোক ছিলেন,সবার অনুমতি নিয়ে কৃষ্ণ চন্দ্র সরকার কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে চেয়ারে বসান। এবং প্রসেস বিদ্যালয়ের ২৫ কুড়িগ্রাম ১ আাসনের এম পি জনাবঃ আসলাম হোসেন অনুমতি দেন।