শেরপুর বগুড়া প্রতিনিধি।
বগুড়া শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের মামুরশাহী গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুল ছাত্র মোঃ সাইফ সিদ্দিকী আপন (১৩) নিহত হয়েছেন।
রবিবার ৪ (সেপ্টেম্বর) সন্ধ্যা ৭.৩০ টায় এই ঘটনা ঘটে।
নিহত আপনের চাচা কাওসার আহমেদ জানান, সন্ধ্যার পর সে পড়তে বসে এবং টেবিল ফ্যানের সুইচ দেওয়ার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে চিৎকার করে। তার চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
নিহত সাইফ সিদ্দিকী আপন মামুরশাহী গ্রামের আবু রায়হানে একমাত্র ছেলে এবং সে স্থানীয় উচরং বন্দে আলী হাইস্কুলের সপ্তম শ্রেণী ছাত্র। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে জানতে চাইলে শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন আমি ঘটনা সম্পর্কে জেনেছি।