কোটচাঁদপুর সবুজ হত্যার ৭ ঘন্টার ভিতরে আসামী আলম র‍্যাবের হাতে আটক।

মোঃ রমজান আলী জেলা প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে সবুজ খান হত্যা ঘটনার ৭ ঘন্টায় পর হত্যাকারী আটক করেছেন আইন শৃংখলা বাহিনী। সোমবার বিকালে পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে পৌর এলাকার চৌগাছা সড়ক থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, সোমবার সকালে কোটচাঁদপুর পৌর শহরের পুরাতন গরুর হাট এলাকায় সবুজ খানকে কাইচি দিয়ে আঘাত করে হত্যা করে। এ ঘটনার পর থেকে র‌্যাব পুলিশ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন। বিকালে আলম আত্মগোপনে থাকা জায়গা থেকে বের হয়ে পালানোর চেষ্টা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করেন।

এ অভিযানে র‌্যাবের পক্ষে ছিলেন ঝিনাইদহ র‌্যাব ৬ এর ক্যাম্প কমান্ডার ইশতিয়াক আহম্মেদ সহ সঙ্গীয় ফোর্স । এছাড়া মডেল থানার পক্ষে ছিলেন থানার উপপরিদর্শক হাসানুর রহমান, হারুন অর রশিদ, সহ-উপপরিদর্শক আনিচুর রহমান সহ পুলিশের একটি চৌকস দল ।

কমান্ডার বলেন,ঘটনার পর থেকে অভিযান চলমান ছিল। যা মাত্র ৭ ঘন্টার ব্যবধানে সফলতা এসেছে। আলম হোসেন শহরের সলেমানপুর দাসপাড়ার ঘড়ি ম্যাকার শামসুদ্দিনের ছেলে। এ সময় আইন শৃংখলা বাহিনী হত্যা কান্ডে ব্যবহারিত কাইচিটি উদ্ধার করেন। তবে এ ঘটনায় থানায় এখানো পর্যন্ত মামলা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *