কুড়িগ্রামে বিভিন্ন মামলায় ২৫ আসামি গ্রেফতার।

ইয়াছিন আলী ইমন
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২৫ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত সময়ে মাদকসহ ও ওয়ারেন্টভুক্ত বিভিন্ন আসামিদের গ্রেফতার করা হয়।গ্রেফতারদের মধ্যে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত সদর থানায় পাঁচজন ও উলিপুর থানায় একজন।পুলিশ সূত্র আরও জানায়, সিআর ওয়ারেন্ট মূলে কুড়িগ্রাম সদর থানায় একজন, রাজারহাট থানায় একজন, নাগেশ্বরী থানায় একজন।এছাড়াও নিয়মিত মামলায় নয়জন ও আগের মামলায় চারজন, ১৫১ ধারায় তিনজনসহ মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়। এ অভিযানে কুড়িগ্রাম সদর থানায় দুই কেজি গাঁজা, ফুলবাড়ী থানায় ৬৮ বোতল স্ক্যাফ সিরাপসহ ১ বোতল করে দেশি ও বিদেশি মদ উদ্ধার করা হয়।কুড়িগ্রামে নবনিযুক্ত পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান চলছে। গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে মাদক ও ওয়ারেন্টসহ বিভিন্ন অপরাধে ২৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে বিশেষ অভিযান বাড়ানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *